ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন রুশ বাহিনী দখল করে নিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। খেরসনের স্থানীয় মিডিয়ার ভিডিওতেও দেখা গেছে রাশিয়ান সেনাবাহিনী শহরে প্রবেশ করছে।
রাশিয়ার সেনাবাহিনী মঙ্গলবার মস্কো নিয়ন্ত্রিত ক্রিমিয়ার কাছে দক্ষিণ ইউক্রেনের শহর খেরসন পৌঁছেছে এবং এর উপকণ্ঠে চেকপয়েন্ট স্থাপন করছে বলে জানিয়েছেন শহরের মেয়র।
মেয়র ইগর কোলিখায়েভ ফেসবুকে বলেছেন, ‘রাশিয়ান সেনাবাহিনী খেরসনের প্রবেশপথে চেকপয়েন্ট স্থাপন করছে।’
প্রায় আড়াই লাখ মানুষের শহর খেরসন। সেখানকার মেয়র কেন্দ্রীয় সরকার এবং ত্রাণ সংস্থার সহায়তা চেয়েছেন।
মেয়র কোলিখায়েভ বলেছেন ‘আজ, আমি আমাদের শহরের জীবনের জন্য দায়বদ্ধ এবং আমাদের সামর্থ্য অনুযায়ী সুরক্ষা প্রদান করব।’
তিনি জনগণকে কারফিউয়ের সময়ের ঘর থেকে বের না হতে বলেছেন।
তিনি বলেন, ‘এই শহরের সবচেয়ে বড় মূল্যবান হলো আপনার জীবন।’
স্থানীয় এক কাউন্সিল সদস্য দাবি করেছেন খেরসনে প্রায় ২০০ মানুষ নিহত হয়েছে এর মধ্যে অনেকেই বেসামরিক। খেরসনে আহতদের সরিয়ে নেওয়ার পাশাপাশি খাবার, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহায়তা চেয়েছেন মেয়র।
এ ছাড়া উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর ঝাইতোমিরে জরুরি কর্মীরা একটি আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ওই ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা বলছেন, এতে চারজন নিহত হয়েছেন।