নোয়াখালী প্রতিনিধি
আসামীর এক প্রতিবন্ধী কন্যা সন্তান থাকায় নোয়াখালীতে বিচারকের মানবিকতায় এক যুগান্তকারী রায় প্রধান করেন বিচারক দেলোয়ার হোসেন।
এ রায়ে আরো উল্লেখ করেন আসামি আগামী ২ বছরের জন্য প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে থাকবেন। আসামিকে প্রবেশন অফিসারের মাধ্যমে তলব করলে হাজিরা দিতে হবে। এ প্রবেশনের জন্য ১ জন স্থানীয় জমিনদার সহ ৫০০০ টাকা বন্ডের চুক্তি সম্পাদন করেন। এ আসামি এ সময়ের মধ্যে কোন ধরনের অপরাধের সঙ্গে জড়িত হলে তার প্রবেশন বাতিল হবে এবং ১৯৬০ এর ০৭ ধারায় বিধান মতো ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামী সপ্তাহে একদিন মাদকদ্রব্য বিরোধী প্রচারণা করতে হবে। উল্লেখ্য ২০১৬ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোম্পানীগঞ্জ থানার এস আই মোঃ ইউছুফ বাদী হয়ে ফিরোজ আলম ( ৩৮) পিতা আবদুল হাসেম, বসুর হাট পৌরসভা, ওয়ার্ড নং ৪, কোম্পানীগঞ্জ থানা, নোয়াখালীর বিরুদ্ধে মামলা দায়ের করে। জি আর মামলা নং ১৯০৩/২০১৬ দায়রা মামলা নং- ৪৪২/২০১৭ । পরে গত ২৭ নভেম্বর ২০১৬ তারিখে আসামি ফিরোজ আলম কে গ্রেফতার করে আদালত সোপর্দ করে। কত ২৮,০২,২২ ইং তারিখের যুগ্ন জেলা ও দায়রা জ ৩য় আদালত নোয়াখালীর মোঃ দেলোয়ার হোসেন এ রায় প্রদান করেন।