ইউক্রেনে চলমান অভিযানে ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনের সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া।
বুধবার (২ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, চলমান সংঘাতে ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৩ হাজার ৭০০ জন। এ ছাড়া বন্দি করা হয়েছে আরও ৫৭২ জনকে।
যদিও রাশিয়ার তথ্যের সঙ্গে ইউক্রেনের তথ্যের কোনো মিল নেই। কারণ বুধবার (২ মার্চ) ইউক্রেনের সরকার বলেছে, রুশ হামলায় ইউক্রেনের ২ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি তারা। একই সঙ্গে রাশিয়ার ৫ হাজার ৪৮০ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেন ইউক্রেন কর্তৃপক্ষ।
এদিকে যুদ্ধের ৮ম দিনেও (বৃহস্পতিবার) ইউক্রেনে ব্যাপক সংঘর্ষ চলছে। এদিন ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত চারটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বিবিসি।
গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।
খবর বিবিসি