দেশের বাজারে খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ার ঘটনাটি উচ্চ আদালত হাইকোর্টের নজরে আনা হয়েছে। এরপর এ বিষয়ে শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে এ বিষয়ে যথাযথ একটি আবেদন করার জন্য পরামর্শ দিয়েছেন আদালত।
বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করা হলে বৃহস্পতিবার (৩ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ পরামর্শ দেন। জনস্বার্থে বিষয়টি আদালতের নজরে আনেন অ্যাডভোকেট মো. মুহিদুল কবীর।
তিনি জানান, অ্যাডভোকেট মনির হোসেনসহ তিন আইনজীবী সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন।
তখন আদালত বলেন, আপনারা যথাযথ আবেদন নিয়ে আসুন, আগামী রোববার বিষয়টি শুনানি করা হবে। আদালত তেলের দাম বাড়ার বিষয়টি গুরুত্ব দিয়ে এমন পরামর্শ দেন বলেও জানান মুহিদুল কবীর