নৌ প্রতিমন্ত্রী খালিদ জানিয়েছেন, ইউক্রেনে হামলার শিকার বাংলাদেশি জাহাজ এমভি ‘বাংলার সমৃদ্ধি’তে আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিককে উদ্ধার বা নিরাপদে সরিয়ে নিতে কূটনৈতিক পর্যায়ে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা জানান।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘ এটা বাণিজ্যিক জাহাজ ছিল, এটাতে হামলা হওয়ার কথা ছিল না। কিন্তু তারপরও হয়ে গেছে।
জাহাজটা সেখানে আটকে ছিল, হামলায় জাহাজের ক্ষতি হয়েছে। এই জাহাজ আর চলাচল করতে পারবে না। হামলার কারণে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে পোল্যান্ডের হাইকমিশনের সাথে যোগাযোগ হয়েছে। কুটনৈতিক ভাবে আমরা যোগাযোগ রাখছি। জাহাজে পর্যাপ্ত খাবার আছে। রেডক্রিসেন্ট সোসাইটির সাথে যোগাযোগ করা হচ্ছে মন্ত্রণালয় থেকে। ক্যাপ্টেন এবং ক্রুদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। ’
তিনি বলেন, ছবি দেখে মনে হচ্ছে পরিকল্পনা করেই এই জাহাজে হামলা চালানো হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও বিষয়টি নজরদারি করছেন। হামলায় নিহত বাংলাদেশি নাবিক হাদিসুরের মরদেহ দেশে ফেরত আনার বিষয়টি নির্ভর করছে দেশটির যুদ্ধ পরিস্থিতির ওপর।
এর আগে বুধবার (২ মার্চ) রাতে বাংলাদেশি জাহাজটিতে রকেট হামলা হয়। এতে ওই জাহাজে থাকা নাবিক হাদিসুর রহমানের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর জাহাজে থাকা ব্যক্তিদের শঙ্কার মধ্যেই দিন কাটছে। এমন অবস্থায় তাদের উদ্ধারের আকুতি জানিয়ে দুইটি ভিডিও বার্তা দিয়েছেন ওই জাহাজে থাকা নাবিকরা।