1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কোনো প্রকারের দোকান রাখা যাবে না

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

স্বরাষ্ট্র মন্ত্রণালয় মত দিয়ে জানিয়েছে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে কোনো প্রকারের দোকান রাখা যাবে না।

বৃহস্পতিবার (৩ মার্চ) জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানানো হয়।

বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা যায়, দেশের স্কুল ও কলেজগুলোর গেটের সামনে কোনো ধরনের স্থায়ী/অস্থায়ী দোকান না রাখার জন্য বলা হয়।

কমিটির কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সামছুল আলম দুদু, নূর মোহাম্মদ, মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং রুমানা আলী প্রমুখ অংশ নেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব জানান, দেশের সব স্কুল ও কলেজের গেটের সামনে কোনো স্থায়ী/অস্থায়ী দোকান না রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে পত্র দেওয়া হয়েছে।

তবে ওই চিঠির জবাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ কী জবাব দিয়েছে- এর কোনো ব্যাখ্যা নেই বৈঠকের কার্যপত্রে উল্লেখ্য নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি