নারীরা এখন কেবল প্রেরণায় দেন না বরং নেতৃত্বও দেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
শুক্রবার (১১ মার্চ) দুপুরে শরীয়তপুরের নড়িয়ায় উপজেলা যুব মহিলা লীগের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পানিসম্পদ উপমন্ত্রী বলেন, নারীরা কিন্তু এখন কেবল প্রেরণায় দেয় না, নারীরা নেতৃত্বও দেয়। নারীরা কর্তৃত্ব করে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে নারীরা এগিয়ে যাচ্ছে।
এনামুল হক শামীম বলেন, সেনাবাহিনীর ট্রেনিং খুবই কষ্টকর তবুও মেয়েরা সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন। সেনাবাহিনীতে বড় অফিসার মেয়েরা। আনসার-ভিডিপি, পুলিশ, মহিলা ভাইস চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় উপাচার্য, সচিব আছেন বেশ কয়েকজন নারী। নারীরা কেবল ছাত্রলীগ, যুব মহিলা লীগ করবে না, মূল আওয়ামী লীগের কমিটিতেও নারীরা চলে আসবে।
তিনি আরও বলেন, এখন পাসপোর্টে মায়ের নাম লাগে। মেয়েরা এখন বিমান চালায়, এভারেস্টে যায়, বিশ্ব জয় করে। ছেলেরা হেরে যায় কিন্তু মেয়েরা ক্রিকেটে ইন্ডিয়াকে হারিয়ে দেয়।
এসময় জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার শিল্পীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জোবায়দা হক, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি সেলিনা রহমান, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক আকলিমা আক্তার বাবলী, অমিতা রানী চন্দনা, শাহিনা বেগম, তাজিয়া আক্তার, রোকেয়া মান্নান তানিয়া প্রমুখ।
পরে আসমা আক্তারকে সভাপতি ও জুলিয়া হাসান পারুলকে সাধারণ সম্পাদক করে নড়িয়া উপজেলা যুব মহিলা লীগের ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন পানিসম্পদ উপমন্ত্রী।