খেলোয়াড় জীবন শেষে শ্রীলঙ্কার সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে পেস বোলিং পরামর্শক ছিলেন লাসিথ মালিঙ্গা। জাতীয় দলের হয়ে কাজ করার পর কোচ হিসেবে আইপিএলে যোগ দিচ্ছেন সাবেক এই ডানহাতি পেসার। তবে নিজের চিরচেনা মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে নয়।
আইপিএলের এবারের আসরে রাজস্থান রয়্যালসের বোলিং কোচ হিসেবে দেখা যাবে মালিঙ্গাকে। এক বিবৃতিতে ট্রেন্ট বোল্ট-প্রসিদ্ধ কৃষ্ণা-নবদীপ সাইনিদের বোলিং কোচ হিসেবে মালিঙ্গাকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রাজস্থান।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়াসের হয়ে দীর্ঘসময় খেলেছেন মালিঙ্গা। রোহিত শর্মার দলটির হয়ে ১২২ ম্যাচে ১৭০ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। একবার ৫ উইকেট এবং ছয়বার ৪ উইকেট নিয়েছেন তিনি। আইপিএল ছাড়াও বিপিএল, সিপিএল, বিগ ব্যাশ ও টি-টেনের মতো টুর্নামেন্টে খেলেছেন তিনি।
গত মৌসুমে আইপিএলসহ সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বিদায় বলেছেন শ্রীলঙ্কার এই ইয়র্কার মাস্টার। ওয়ানডে ও টেস্ট ছাড়ার পর আন্তর্জাতিক টি-টুয়েন্টিও ছেড়েছেন গত বছরের শেষ দিকে।
রাজস্থান রয়্যালস: স্যাঞ্জু স্যামসন, ভ্যান ডার ডুসেন, জস বাটলার, ইয়াসভি জয়সাওয়াল, রবিচন্দ্রন অশ্বিন, শিমরন হেটমায়ার, দেবদূত পাডিকাল, প্রসিদ্ধ কৃষ্ণা, যুবেন্দ্র চহল, রিয়ান পারাগ, কেসি কারিয়াপ্পা, ওবেড ম্যাককয়, অনুনয় সিং, কুলদীপ সেন, করুন নায়ার, ধ্রুব জুরেল, ট্রেন্ট বোল্ট, তেজাস বোরেকা, কুলদীপ যাদব, সৌরভ গারওয়াল, জেমস নিশাম, নাথান কুল্টারনাইল, ড্যারিল মিচেল।