নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উচু করে দাঁড়িয়ে আছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর চিন্তা ভাবনার কারণে বিশ্বের অনেক দেশ আজ বাংলাদেশকে নিয়ে গবেষনা করছে, বৈশিক মহামারী করোনার মধ্যে আমাদের দেশে কোনো কিছুরই অভাব হয়নি। টাকার অভাবে উন্নয়নমূলক কোনো প্রকল্পই বন্ধ হয়ে যায়নি। সব কিছুই চলছে সমানতালে। অনেক দেশে বড় বড় প্রকল্প বন্ধ হয়ে গেছে, অনেক শ্রমিক ছাঁটাই হয়েছে কিন্তু করোনার কারণে আমাদের দেশে একটি শ্রমিকও ছাটাই করা হয়নি। এইসব হয়েছে প্রধানমন্ত্রীর শক্ত অবস্থানের কারণে। দেশের সমালোচকদের পিছনে ফেলে আমরা এগিয়ে গেছি। কৃষি অর্থনীতি ধরে রাখতে আমাদের কোন সাপ্লাই চেইন বন্ধ করা হয়নি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বলেছেন মায়ের মমতা দিয়ে দেশ পরিচালনা করলে সেই দেশ কখনও পিছিয়ে পরবে না। সত্যি তিনি মায়ের মমতা দিয়ে এই দেশ পরিচালনা করছেন। তাই বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, এই ধারাবাহিকতা রক্ষা করা হলে বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দিবে।
শনিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ব্রিজ নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বোচাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা আলাউদ্দীন শেখ প্রমুখ।
এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী প্রমুখসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।