রাজধানীর কমলাপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কমলাপুর বাস ডিপোর পাশে অলি গার্মেন্টসে ছয়তলায় রবিবার সকাল ৭টা ৪০ মিনিটে আগুন লাগে।
অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন দেশ রূপান্তরকে জানান, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজে লেগে যায়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো নির্বাপণ হয়নি।
তিনি জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।