1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন

নিম্ন ও উচ্চ আয়ের মানুষের মধ্যে মাদকের সংশ্লিষ্টতা বেশি: পরিকল্পনামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সমন্বয়হীনতার কারণে অনেক কিছু করা যাচ্ছে না। সমন্বিত সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। মাদকদ্রব্যের অপব্যবহার রোধসহ সবক্ষেত্রে সমন্বয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পারস্পরিক যোগাযোগ, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মাধ্যমে এ সমন্বয় গড়ে তুলতে হবে।

রোববার (১৩ মার্চ) সিলেট নগরের মেন্দিবাগে একটি অভিজাত হোটেলে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশের নিম্ন আয় ও উচ্চ আয়ের মানুষের মধ্যে মাদকের সংশ্লিষ্টতা বেশি। মধ্যম আয়ের মানুষের মধ্যে মাদকের সংশ্লিষ্টতা তুলনামূলক কম। বিশেষ করে, নিম্ন আয়ের মানুষ স্বল্পমূল্যের ও অধিক ক্ষতিকর মাদক ব্যবহার করছে।

এ সময় বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ ও সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো নিশারুল আরিফ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি