ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংলিশ অধিনায়ক হাঁকালেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। অ্যান্টিগায় সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে তুলেছিলেন ১০৯ রান। এবার বার্বাডোজ টেস্টের প্রথম ইনিংসে প্রথম দিন শেষে ১১৯ রান তার ঝুলিতে। এখনও আছেন অপরাজিত।
অধিনায়কের অনবদ্য ব্যাটিংয়ে প্রথম দিনে ৩ উইকেটে ২৪৪ রান করেছে ইংল্যান্ড। দেখেশুনে খেলা রুট ১৯৯ বল মোকাবেলায় শতকের ঘরে পৌঁছান। টেস্ট ক্যারিয়ারের এ নিয়ে ২৫ বার শতকের ঘর ছুঁয়েছেন ইংলিশ অধিনায়ক।
অ্যালিস্টার কুকের ৩৩ সেঞ্চুরির রেকর্ড ছুঁতে দরকার আর মাত্র ৮। ২০২১ সালের শুরু থেকে এ পর্যন্ত রুট খেলেছেন ১৯ টেস্ট, শতক পেয়েছেন আটটা। এক কথায় দারুণ ছন্দে আছেন রুট, যদিও এবারের অ্যাশেজ সিরিজটা তার মোটেও ভালো যায়নি।