পোল্যান্ডে স্কাই সাবের মিসাইল সিস্টেম মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে সেখানে ১০০ সৈন্যও মোতায়েন করবে দেশটি।
বৃহস্পতিবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, পোল্যান্ডে ১০০ সৈন্যসহ মিসাইল সিস্টেম মোতায়েন করবে যুক্তরাজ্য।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে পোল্যান্ডের সীমান্তে থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে বিশাল এক ইউক্রেনিয় সামরিক ঘাঁটিতে প্রায় ৩০টি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত করে। সামরিক ঘাঁটিটি ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভের কেন্দ্র থেকে ৬০ কিলোমিটার দূরত্বে অবস্থিত।
লাভিভের আঞ্চলিক গভর্নর জানিয়েছিলেন, ওই হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত এবং আহত হন আরও ১৩৪ জন।
প্রায় ৩৯০ বর্গ কিলোমিটার আয়তনের এই ইয়াভোরিভ সামরিক ঘাঁটিতে ন্যাটোর সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনী যৌথ মহড়ায় অংশগ্রহণ করতা এখানে ন্যাটো প্রশিক্ষকরা ইউক্রেনের সৈন্যদের প্রশিক্ষণও দিতো।