1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন

লাগামহীন দ্রব্যমূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেনঃ শিল্প প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২

লাগামহীন দ্রব্যমূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, ‘সত্য কথা বললে তো আজকাল পাপ হয়ে যায়। বর্তমানে দেশের নিত্যপণ্যের দাম বেশি হওয়ার পেছনে লুটেরাদের ভূমিকা বেশি।’

আজ রবিবার সকালে রাজধানীর পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে এসএমই ফাউন্ডেশন আয়োজিত ক্রেতা-বিক্রেরা সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কামাল মজুমদার বলেন, ‘লুটেরা সমাজ পাঁচ টাকা লাভের জায়গায় ৫০ টাকা লাভ করে। রমজান এলে তারা দলবদ্ধভাবে অতিমুনাফা লাভের আশায় পণ্য মজুদ করে রাখে। তাই পণ্যের দাম বেড়ে যায়। এসব লুটেরা চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। তবেই পণ্যের দাম কমবে।’

 

সম্মিলনে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সদস্য হাসিনা নেওয়াজ, এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি