1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন

আসছে বাজেটে ঠকবে না ব্যবসায়ীরা, লাভ হবে সরকারেও: অর্থমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

‘সবার জন্য সমান সুযোগ’ আগামী অর্থবছরের বাজেটের মূল থিম হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪২তম সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সরকার সব ক্ষেত্রে বেশি নিলো, ব্যবসায়ীরা কিছু পেলো না’- এ অভিযোগ আর সরকার শুনতে চায় না। তাই আসছে বাজেট এমন হবে, ব্যবসায়ীরা ঠকবে না, সরকারও জিতবে।

সরকার পরোক্ষ কর থেকে সরে এসে প্রত্যক্ষ করের দিকে এগোচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, গত ১৩ বছরে রাজস্ব আট গুণ বেড়েছে। এতে ব্যবসায়ীদের অবদান রয়েছে। তবে তাদের এটাও মনে রাখতে হবে আগামীতেও কর পরিশোধ করতে হবে। তা না হলে পদ্মা সেতুর মতো বড়ো প্রকল্প কীভাবে বাস্তবায়ন হবে অথবা মেগা প্রকল্প সরকার কীভাবে শেষ করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি