1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০১:১০ অপরাহ্ন

করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ৬৫

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ মার্চ, ২০২২

প্রাণ সংহারি ভাইরাস করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। গতকাল শুক্রবারও (২৫ মার্চ) দেশে করোনায় কেউ মারা যাননি। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশে মোট ২৯ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৬৫ জনের দেহে। এর আগে শুক্রবার করোনা শনাক্ত হয় ১০২ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ২৪৯ জনে।

সবশেষ ২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। এর আগে শুক্রবার শনাক্তের হার ছিল ১ দশমিক ০৩ শতাংশ।

নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৮৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৭ হাজার ১৩১ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি