1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন

৮১ বলে ৫১ রান করে বিদায় নেন সাকিব

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে চট্টগ্রামের সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ। আর ব্যাট হাতে ফিফটি তুলে নিয়েছেন তামিম-সাকিব। যদিও হাফসেঞ্চুরি করেই বিদায় নেন এই দুই তারকা।

এদিন ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম ফিফটি তুলে নেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ৮১ বলে ৫১ রান করে রেমন রেইফারের বলে বোল্ড হয়ে বিদায় নেন তিনি। এর আগে হাফসেঞ্চুরি করে বিদায় নেন তামিম ইকবালও। ২৮তম ওভারের শেষ বলে আলজারি জোসেফকে মারতে গিয়ে আকিল হোসেনের ক্যাচে পরিণত হন তিনি। ৮০ বলে ৩টি চার ও একটি ছক্কায় তার ব্যাট থেকে ৬৪ রান এসেছে।

এর আগে ভালো খেলতে থাকা নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ২০ রানে ফিরেছেন। দলীয় নবম ওভারে ৩৮ রানের মাথায় কাইল মায়ার্সের বলে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিলেও তৃতীয় আম্পায়ারের ঘোষণায় আউটই হন তিনি।
ইনিংসের প্রথম ওভারেই আউট হলেন লিটন দাস (০)। আলজারি জোসেফের করা ওভারের পঞ্চম বলে এলবির ফাঁদে পড়েন এই ওপেনার।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি