ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দেশে এসেছে প্রায় ৭০ লাখ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন। এর মধ্যে প্রায় ৪৫ হাজার ডোজ ভ্যাকসিন আসবে সিলেট বিভাগে। আগামী ৪-৫ দিনের মধ্যে এই ভ্যাকসিন সিলেট পৌঁছার কথা। ভ্যাকসিন সংরক্ষণের জন্য ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে ওয়ারহাউজ।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, সিলেট বিভাগের চার জেলার জন্য ৩৭ কার্টুন ভ্যাকসিন আসবে। প্রতি কার্টুনে থাকবে ১ হাজার ২০০ করে ভ্যাকসিন। এর মধ্যে মৌলভীবাজারে ৫ কার্টুন, হবিগঞ্জে ৬ কার্টুন ও সুনামগঞ্জে যাবে ৭ কার্টুন ভ্যাকসিন। বাকি ১৯ কার্টুন ভ্যাকসিন বরাদ্দ থাকবে সিলেট জেলার জন্য।
ডা. আনিসুর রহমান জানান, করোনা আইসোলেশন সেন্টার শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে প্রথমে ভ্যাকসিন দেওয়া হবে।
এদিকে, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, টিকা রাখার জন্য সিভিল সার্জন কার্যালয়ের সম্প্রসারিত টিকাদান প্রোগ্রাম (ইপিআই) ভবন প্রস্তুত রাখা হয়েছে। এখানে সব ধরণের টিকা রাখা হয়। টিকা রাখার জন্য এটি আদর্শ ভবন।