মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মে মাসে দক্ষিণ কোরিয়া ও জাপান সফরে যাচ্ছেন। বুধবার হোয়াইট হাউসের এক ঘোষণায় এ কথা জানানো হয়েছে।
প্রতিদ্বন্দ্বী চীন ও উত্তর কোরিয়ার সাথে উত্তেজনার মধ্যেই এশিয়ায় ওয়াশিংটনের মূল মিত্র এ দুদেশ সফর করতে যাচ্ছেন বাইডেন।
প্রেস সেক্রেটারি জেন পাসাকি এক বিবৃতিতে জানান, আগামী ২০ থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠেয় এ সফরকালে বাইডেন দুদেশের নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন। এ সময়ে তিনি দুদেশের সঙ্গে মার্কিন প্রশাসনের দৃঢ় প্রতিশ্রুতি জোরদারে কাজ করবেন।
এদিকে টোকিওতে বাইডেন কোয়াড গ্রুপের নেতাদের সঙ্গেও সাক্ষাত করবেন। এ গ্রুপে অন্তর্ভূক্ত রয়েছে অষ্ট্রেলিয়া, জাপান ও ভারত।
নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া চলতি বছর বেশ কিছু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ ছাড়া দেশটি মার্কিন আলোচনার প্রস্তাবও উপেক্ষা করে আসছে। এ প্রেক্ষাপটে তিনি দক্ষিণ কোরিয়া সফর করছেন।
পাসাকি বলেন, দক্ষিণ কোরিয়ার নব নির্বাচিত প্রেসিডেন্ট ই্য়ুন সুক ইয়েল এবং প্রধানমন্ত্রী কিশিদা ফোমিওর সাথে বৈঠকে বাইডেন গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্পকর্, অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং বাস্তব ফলাফল পাওয়ার জন্যে ঘনিষ্ঠ সহযোগিতা আরও জোরদারের বিষয় নিয়ে আলোচনা করবেন।
এদিকে বাইডেনের এ সফরের আগে ১২ থেকে ১৩ মে ওয়াশিংটনে দক্ষিণ এশীয় নেতাদের ইউএস-আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।