হারলেই চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন ভঙ্গ এমন সমীকরণে পিছিয়ে পড়েও ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসির বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে এখনো জিইয়ে রইল রেড ডেভিলদের চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন।
৩৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ৬ নাম্বারে অবস্থান ইউনাইটেডদের। এখনো হাতে রয়েছে তিন ম্যাচ। যেখানে সবগুলো ম্যাচে জয়ের পাশাপাশি হারের অপেক্ষায় থাকতে হবে সমান ৩৩ ম্যাচে ৬০ ও ৫৮ পয়েন্ট নিয়ে চার-পাঁচ নাম্বারে থাকা আর্সেনাল ও টটেনহ্যামের।
চিরচেনা ওল্ড ট্রাফোর্ডে টেবিলের ৩ নাম্বার দলের বিপক্ষে মাঠে নামে মৌসুম জুড়ে প্রিমিয়ার লিগে ধুকতে থাকা রালফ র্যাঙ্গনিক শিষ্যরা। প্রথমার্ধে চেলসির আক্রমণ সামলে পাল্টা আক্রমণে গিয়েও খুবটা ঝলক দেখাতে পারেনি রেড ডেভিলরা। গোল করার সহজ কিছু সুযোগ হাতছাড়া করে লিড না নিয়েয় বিরতিতে যায় চেলসি।
দ্বিতীয়ার্ধে নেমেও আক্রমণ পাল্টা আক্রমণে ব্যস্ত ছিল দু-দলের রক্ষণ। ম্যাচের ৬০ মিনিটে মার্কস আলোনসোর গোলে লিড নেয় টমাস টুখেলের দল।
গোলে হজম করার আগেই চেলসিকে তা ফিরেয়েও দেয় র্যাঙ্গনিক শিষ্যরা। নেমানজা মাতিয়াসের বাড়ানো বল বুলেট গতির শটে জালে পাঠায় রোনালদো। ম্যাচে লিড নিতে খেলায় গতি আনে চেলসি। ৭৯ মিনিটে রিস জেমস গোলের উদ্দেশ্যে নেয়া শট পোস্টে বাধা পেয়ে ফিরে আসলে হতাশ হতে হয় টুখেলকে। বাকি সময় চেষ্টা করেও ম্যাচে পার্থক্য গড়তে পারেনি কোন দল। শেষ পর্যন্ত ১-১ গোলে শেষ হয় ম্যাচ।