নোয়াখালী সদর উপজেলার ৬নং নোয়াখালী ইউনিয়নের ইতালি মোস্তাফিজ ইতালিতে প্রায় ২০ হাজার লোককে ইতালি নিবে বলে টাকা পয়সা আত্মসাৎ করে কোটি টাকার মালিক হয়েছে। এটি করেও সে ক্ষান্ত হয়নি, সে নোয়াখালী পৌরসভার ০৫ নং ওয়ার্ডের বার্লিন্টান মোড়ের পাশে সরকারি গণপূর্তের জায়গা দখল করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করে। এছাড়া তার নিজ গ্রামের বাড়ির এলাকার গরীব, অসহায় মানুষের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি সেটেলমেন্টের দুর্নীতিগ্রস্থ অফিসারদেরকে ঘুষ দিয়ে ভুয়া খতিয়ান করে সে শত কোটি টাকার মালিক হয়। আরও জানা যায় যে, ইতালি মোস্তাফিজের পুরো পরিবারই বি এন পি। বি এন পি ক্ষমতার আমলে আওয়ামীলীগের এমন কোন নেতা নেই যারা তাদের পরিবার হামলা মামলার স্বীকার হয়নি। যেমন নোয়াখালী ইউনিয়নের চর এলাহী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ হাবিলদার আবদুর রহিম ১৫-২০ ডিং জমি তার বসত ভিটা ইতালি মোস্তাফিজ তার নামে খতিয়ান করে নিয়ে যায়। এখন এই ইতালি মোস্তাফিজ নোয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হয়েছে। তার এই অবৈধ সম্পদের হিসাব দুদককে দিয়ে তদন্ত করা হোক।