নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কবিরহাট উপজেলার ০৩ নং ধাঁনসিড়ি ইউনিয়নের কামাল খান ওরপে কামাল কোম্পানী বি এন পি ক্ষমতার আমলে বি এন পি করত। টাকা পয়সা তেমন ছিল না, ছিল মধ্যবিত্ত শ্রেণির লোক। হঠাৎ করে ভারতে গিয়ে নাইট ক্লাবের নর্তকী বিয়ে করে হয়ে যায় কোটি টাকার মালিক। করে তার নিজ এলাকার ধাঁনসিড়ি ইউনিয়নে চৌধুরীর হাট বাজারে কৃষি জমি দখল করে পরিবেশ বিনষ্ট করে গড়ে তুলেন বিশাল ব্রিকস ফিল্ড ও অটো রাইস মিল। ২০০৯ সালের আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর আওয়ামীলীগের লোকজনকে টাকা খাওয়ায়য়ে হয়ে যায় আওয়ামীলীগের বড় নেতা। এরপর শুরু হয় তার নোয়াখালী এল জি ডিতে টেন্ডার বাণিজ্য। প্রায় শত কোটি টাকা রাস্তা ঘাটের কাজ করে। সেখানেও দেখা যায় অনেক অনিয়ম দুর্নীতি। যার কারণে বিভিন্ন পত্রিকা রাস্তা পাকাকরণ কাজে অনিয়মের কথাগুলো উঠে আসে। কিছুদিন আগে সে মোটা অংকের টাকা দিয়ে ধাঁনসিড়ি ইউনিয়নের পরিষদ নির্বাচনে নৌকা নমিনেশন পেয়ে যায়। ধাঁনসিড়ি ইউনিয়নের প্রত্যেকটি কেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে মানুষকে হুমকি ধমকি দিয়ে সে চেয়ারম্যান হয়ে যায়। এখন সে কাউকে মানুষ মনে করে না। নিজেকে সে অনেক কিছু মনে করে। আরো জানা যায় যে, সে এস এস সি পাশও করে নাই।