লম্বা সময় ধরে বায়ার্ন মিউনিখের প্রাণভোমরা হয়ে আছেন পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি। কিন্তু সময় অনেক গড়িয়েছে। ৮ বছর কাটিয়ে ফেলেছেন বায়ার্ন মিউনিখে। এবার প্রিয় ক্লাবটি ছাড়তে যাচ্ছেন এ তারকা ফুটবলার।
এত দিন লেভানদোভস্কির ক্লাব ছাড়ার খবর গুঞ্জন হলেও সেটি এখন বাস্তবে রূপ নিচ্ছে। পোলিশ তারকা নিজেই জানিয়ে দিয়েছেন, জার্মান ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছেন না তিনি।
গোল ডটকমের প্রতিবেদন অনুসারে, বায়ার্ন ছাড়ার কথা ক্লাবটির ক্রীড়া পরিচালক হাসান সালিহামিদজিককে জানিয়ে দিয়েছেন লেভানদোভস্কি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বায়ার্নের সঙ্গে ২০২৩ সালের জুন পর্যন্ত মেয়াদ আছে লেভার। কিন্তু, পোলিশ তারকা এ চুক্তির শেষ পর্যন্ত আর থাকবেন না। এমনকি চুক্তির মেয়াদও বাড়াবেন না।
এ ব্যাপারে পোলিশ তারকার ভাষ্য, ‘আমি নিশ্চিত করতে চাই যে, আমি হাসানের (সালিহামিদজিক) সঙ্গে কথা বলেছি। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি তাঁকে জানিয়ে দিয়েছি। আমি এফসি বায়ার্নের সঙ্গে আমার চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছি না।’