আগত দর্শকদের একজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নওরীন আহমেদ। প্রদর্শনী দেখার অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বললেন, ‘আমি প্রদর্শনী হলেই দেখার চেষ্টা করি। এভাবে ছবি দেখার অভিজ্ঞতা এই প্রথম। হয় ছবিগুলো ঝুলিয়ে রাখা হয়, নতুবা ডিজিটালি বদলাতে থাকে। ছবিগুলোও শহুরে বিল্ডিংয়ের মতো দাঁড়িয়ে আছে। খুব অল্প সময়ে অনেকটা বদলে গেছে ঢাকা শহর। সেই বিষয়টি এসব ছবিতে ধরা পড়ে। তবে মতিঝিল আর পুরান ঢাকার বাইরে ঢাকার ছবি কম।’
২৫ বছরের কর্মজীবনে সুজন বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার হয়ে কাজ করেছেন। এখনো নিয়মিত ছবি তোলেন। শুক্রবার বিকেল পাঁচটায় রাজধানীর আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীটি ১৩ থেকে ২১ মে পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন লা গ্যালারি বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দেখা যাবে ‘দাঁড়াও, ঢাকা’।