বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৫ হাজার রান করেছেন মুশফিকুর রহীম। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে আজ সেঞ্চুরি করেন তিনি। সে সঙ্গে পৌঁছে যান গৌরবময় এই মাইলফলকে।
মুশফিকের অসাধারণ এই অর্জনকে উদযাপন করেছে বাংলাদেশ দলে তার সতীর্থরা। দিনের খেলা শেষে ড্রেসিং রুমে কেক কেটে উদযাপন করা হয়।
তবে শুধুমাত্র বাংলাদেশেই নয়, মুশফিকের ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছা প্রশংসা কুড়িয়েছে বিদেশ থেকেও। ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার, আইপিএলে বর্তমানে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অন্যতম পারফরমার দিনেশ কার্তিক উচ্চসিত প্রশংসা করেছেন মুশফিকের।জানিয়েছেন, বিশ্বের অনেক তরুণ ক্রিকেটার মুশফিককে অনুসরণ করে।
আইসিসির সর্বশেষ ক্রিকেট রিভিউ প্রোগ্রামে উপস্থিত হয়ে দিনেশ কার্তিক মুশফিক সর্ম্পকে নিজের বক্তব্য তুলে ধরেন। সেখানে মুশফিক সম্পর্কে তিনি বলেন, ‘যে কোনো ব্যাটারের জন্য ৫ হাজার টেস্ট রান দারুণ অর্জন এবং সে যা অর্জন করেছে তা দুর্দান্ত। আপনি যখন পতাকাবাহী অথবা মশালবাহী কিংবা প্রথমে কিছু করেন তখন সর্বদা আপনাকে সম্মানের সঙ্গে দেখা হয়। এটি মুশফিকুর রহিমের ক্ষেত্রেও।’
বিশ্বের অনেক তরুণ ক্রিকেটার মুশফিককে অনুসরণ করে উল্লেখ করে দিনেশ কার্তিক বলেন, ‘বিশ্বের অনেক তরুণ ক্রিকেটার তাকে অনুসরণ করার চেষ্টা করে এবং একজন খেলোয়াড় হিসেবে তাকে সত্যিই উপভোগ করে। সে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে ধারাবাহিকভাবে রান করেছে।’
নিজেকে নিয়ে গর্বিত হবে পারে মুশফিক উল্লেখ করে কার্তিক বলেন, ‘সে দীর্ঘ সময় দেশকে নেতৃত্ব দিয়েছে এবং তার ঝুলিতে প্রাপ্তি আছে। আমার মনে হয় সে নিজেকে নিয়ে গর্বিত হতে পারে।’
২০০৫ সালে টেস্ট অভিষেক মুশফিকের। এরপর থেকে এখনও পর্যন্ত বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্টও খেলেছেন তিনি। এ নিয়ে ৮১তম টেস্ট খেলছেন তিনি। ক্যারিয়ারটা তার ১৭ বছরের লম্বা। ৩৪ ম্যাচে ছিলেন অধিনায়কও। এত লম্বা সময় ধরে কিভাবে মুশফিক নিজেকে ধরে রাখলেন?
দিনেশ কার্তিক বলেন, ‘যখন আপনি ১৭ বছর খেলবেন, বিশেষ করে উইকেটরক্ষক এবং ব্যাটার হিসেবে- এটা অবশ্যই আপনার শারীরিক অবস্থা সম্পর্কে বলবে। তিনি নিশ্চয়ই জানেন, তার শরীর অনেক ভালো। না হয়, নিশ্চিত এত লম্বা সময় ধরে খেলে যাওয়া খুবই কঠিন।’