সাকিল আহমেদঃ দেশবরেণ্য সাংবাদিক, কলামিস্ট, লেখক ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে খাজা আহমদ পরিষদ ফেনী ।
এক শোক বার্তায় খাজা আহমদ পরিষদ’র সভাপতি ও ফেনী জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এবং সান্ধ্য দৈনিক আওয়াজ ,দৈনিক ইত্তেফাক সাবেক ফেনী মহকুমা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন জানান, প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী জাতির সূর্যসন্তান ছিলেন।
তিনি দেশ ও মানুষের জন্য আমরণ লিখে গেছেন।আবদুল গাফফার চৌধুরী ভাষা আন্দোলনের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’-এর রচয়িতা। স্বাধীনতাযুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। এই শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য: দেশবরেণ্য সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী বৃহস্পতিবার সকালে লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।