খোলা পাম তেলের দাম লিটারে কমলো ১৯ টাকা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম নিম্নমুখী হওয়ায় দেশের বাজারে ভোক্তাপর্যায়ে লিটারে ১৯ টাকা দাম কমিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম নিম্নমুখী হওয়ায় প্রতি লিটারের দাম ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বাজারে মোট ভোজ্যতেলের ৬০ ভাগ পূরণ হয় পাম তেল দিয়ে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম কমায় দেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থাকায় স্থানীয় বাজারেও দাম আগের মতোই রয়েছে।’ এর আগে সর্বশেষ গত ১৫ এপ্রিল সয়াবিন ও পাম তেলের দাম নির্ধারণ করা হয়।

Add Comment

Click here to post a comment

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১