একটি পোশাক কারখানার শ্রমিক সালমা খাতুন বলেন, ‘আমরা বহুবার অফিসের স্যারদের অনেকভাবে বুঝিয়েছি—চাল, ডাল, তেলের দাম ও ঘরভাড়া বেড়ে যাওয়ায় পরিবার নিয়ে চলতে পারছি না। আমাদের বেতন কিছু বাড়িয়ে দেওয়া হোক। কিন্তু তাঁরা আমাদের কথা মানতে রাজি না। ন্যায্য পাওনা না পাওয়ার কারণে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।’
সালমা খাতুন আরও বলেন, ‘এর আগেও এক দিন রাস্তায় নেমেছিলাম। সেদিন আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কাজ হয়নি। তাই আবার এ এলাকার সব গার্মেন্টসের শ্রমিক দাবি আদায়ে একসঙ্গে নেমেছি।’

তাঁরা এ সময় পুলিশের দুটি মোটরসাইকেলে ভাঙচুর চালান। তখন পুলিশ রবার বুলেট ছুড়ে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।