শনিবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম রাজধানীর একটি হোটেলে বিশ্ব ক্রান্তীয় অবহেলিত রোগ (এনটিডি) দিবস উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের এতথ্য জানান।
তিনি বলেন, ইতিমধ্যে ৩৬টি জেলায় টিকা পৌঁছে গেছে। রাজধানীতে ৪৩টি কেন্দ্রে টিকা দেয়া হবে। ওই সব কেন্দ্রে টিকা দেয়ার জন্য ৩৫৪টি টিম গঠন করা হয়েছে। এছাড়া ঢাকার বাইরে ৫৯টি কেন্দ্রে টিকা দেয়া হবে। সেখানে কাজ করবে ৬৬৯০টি টিম। টিকার দ্বিতীয় চালান কবে আসতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দিন-ক্ষণ এখনও ঠিক হয়নি। আজ সকাল ১০টা পর্যন্ত ১১ হাজার মানুষ অনলাইনে টিকার নিবন্ধন করেছেন ।
তিনি বলেন, টেকনিক্যাল সমস্যার কারণে টিকার নিবন্ধন কম হচ্ছে।
সূত্র : ডিবিসি ও নিউজ২৪ টিভি