কাতার বিশ্বকাপেও থাকছেন ফরাসি ফুটবল তারকা জিনেদিন জিদানের সেই বিখ্যাত ঢুস। মারমুখী ভঙ্গিতেই থাকছেন জিদান।
সেবার জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়া জিদান আবার দলকে বিশ্বকাপে তুলতে অবসর ভেঙেছিলেন।
এরপর ২০০৬ বিশ্বকাপে অবসরের ঘোষণা মাথায় মাঠে নেমেই প্রায় একাই দলকে ফাইনালে নিয়েছেন। ফাইনালে গোল করে দলকে এগিয়েও দিয়েছেন।
তবে সব কিছুর মধ্যে ঘটল এক বিস্ময়কর ঘটনা। বিনা মেঘে বজ্রপাতের মতো কাণ্ড ঘটিয়েই ইতালির মার্কো মাতেরাজ্জিকে ঢুস মারলেন ফরাসি তারকা জিদান। সেই ধাক্কা সামলাতে পারেনি ফ্রান্সও।
তবে সেই কাণ্ডের ১৬ বছর পর কাতার বিশ্বকাপে আবারও ঢুসের স্মৃতি ফিরিয়ে আনছেন আয়োজকেরা।
২০১৩ সালে জিদান কাণ্ডকে চিরস্থায়ী করে তোলেন আলজেরিয়ায় জন্ম নেওয়া ফরাসি শিল্পী আদেল আবদেস সামাদ। ব্রোঞ্জের এই ভাস্কর্যটি ১৫ ফুটেরও বেশি উচ্চতার সে ভাস্কর্য কিনে নিয়েছিল কাতার জাদুঘর।
দোহায় সমুদ্রের পাশে এক পদচারী, সড়কে ২০১৩ সালের ৭ অক্টোবর সেটি বসানো হয়েছিল। কিন্তু জনগণের ক্ষোভের মুখে দ্রুতই সেটা সরিয়ে নিয়েছিল কর্তৃপক্ষ। মাত্র তিন সপ্তাহ পর অর্থাৎ ২৮ অক্টোবর সেটি সরিয়ে নেওয়া হয়।
তবে ৯ বছর পর নিজেদের সিদ্ধান্ত পাল্টেছে কাতার। জিদান ও মাতেরাজ্জির সেই ঢুস আবার ফিরিয়ে আনছে তারা।