1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

বৃষ্টি ভাগ্যে সিরিজে ফিরল শ্রীলঙ্কা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০২২

শ্রীলঙ্কা: ২২০/১০ (৫০.০ ওভারে)
অস্ট্রেলিয়া: ১৮৯/১০ (৩৭.১ ওভারে)
ফল : ডাকওয়ার্থ-লুইস মেথডে শ্রীলঙ্কা ২৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : চামিকা করুণারত্নে (শ্রীলঙ্কা)।

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৩০০/৭ স্কোর করেও বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হেরেছে অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ম্যাচে সেখানে ২২০/৯ স্কোর করে বৃষ্টি হাসিয়েছে শ্রীলঙ্কাকে। বৃষ্টি আইনে ২৬ রানে জিতে ১-১এ সমতায় এনেছে সিরিজ শ্রীলঙ্কা।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্যাট কামিন্সের (৪/৩৫) মারাত্মক বোলিংয়ে শ্রীলঙ্কা থেমেছে ২২০ রানে। শেষ ১০ ওভারে শ্রীলঙ্কা যোগ করতে পেরেছে মাত্র ২৮ রান। বোলিং ফ্রেন্ডলি পিচে কুশল মেন্ডিজ (৪১ বলে ৩৬), ধনঞ্জয়া (৪১ বলে ৩৪) এবং অধিনায়ক দাসুন সানাকা (৩৬ বলে ৩৪) দলকে দিয়েছেন ভরসা।

এই ম্যাচে বৃষ্টি আর্শিবাদ হয়েছে শ্রীলঙ্কার। বৃষ্টির কারণে ৪২ ওভারে ২১৬ রানের টার্গেট পাড়ি দেয়াটা কঠিন হয়ে গেছে অস্ট্রেলিয়ার। চামিকা করুণারত্নে (৩/৪৭), দুশমন্ত চামিরা (২/২৯) ওয়ালাগা (২/২৫) এবং ধনঞ্জয়ার (২/২৬) বোলিংয়ে ১৮৯ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ওয়ার্নার ৩৭, ম্যাক্সওয়েল ৩০ রান করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি