ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যার’ অভিযোগে খায়ের নামে এক ‘ভবঘুরেকে’ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোররাতে এ ঘটনা ঘটে।এই ঘটনায় ভুক্তভোগী মেয়েটির মা বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, রাতে শহীদ মিনারের পেছনে তিনজন মেয়ে একটি ছেলেকে মারধর করছে খবর পেয়ে সেখানে পুলিশ যায়। সেখানে বিবস্ত্র ও অজ্ঞান অবস্থায় ওই কিশোরীকে পাওয়া যায়। পরে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়েছিল। ঘটনাস্থল থেকে খায়েরকে আটক করে পুলিশ।
ওসি জানান, তাকে যারা মারছিলো, ওই তিন কিশোরী মৃত কিশোরীর বান্ধবী। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছিলো।
ওসি বলেন, ‘গ্রেপ্তার খায়ের ভাসমান। রাতে খায়ের ওই কিশোরীকে খারাপ প্রস্তাব দেয়। ঘটনার এক পর্যায়ে সে তাকে ধর্ষণের চেষ্টা করে এবং ব্যর্থ হয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। জিজ্ঞাসাবাদে আসামি সব স্বীকার করেছে। মেয়েটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।