মরিসিও পচেত্তিনোকে বরখাস্ত করার কিছু সময় পরই এল নতুন পিএসজির নতুন কোচ নিয়োগের ঘোষণা। ফরাসি ক্লাব নিসের সাবেক ম্যানেজার ক্রিস্তোফ গলতিয়েরকে মেসি-নেইমারদের কোচের দায়িত্ব দিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
আজ মঙ্গলবার (৫ জুলাই) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে গলতিয়েরকে কোচ হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজি প্রধান নাসের আল খেলাইফি। ২০২৪ পর্যন্ত গলতিয়েরের সঙ্গে চুক্তি করেছে পিএসজি।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত গলতিয়ের, ‘কাম্পোসের (পিএসজির নতুন স্পোর্টিং ডিরেক্টর) আলোচনায় যুক্ত থাকাটা গুরুত্বপূর্ণ ছিল। আমি বিনয় এবং দৃঢ় সংকল্পের সঙ্গে পিএসজির প্রস্তাব গ্রহণ করেছি।’
ফ্রেঞ্চ লিগ আঁ’র শিরোপাকে নিজেদের ‘সম্পত্তি’ বানিয়ে নেওয়া পিএসজিকে ২০২০-২১ মৌসুমে লিগ শিরোপা বঞ্চিত করেছিল গলতিয়েরের সে সময়ের ক্লাব লিল। ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত লিলের কোচ ছিলেন তিনি। গত বছর যোগ দিয়েছিলেন নিসে। অবশেষে এই ফরাসি কোচকেই নিজেদের ডাগআউটে টানল পিএসজি।