তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরে ১-০ তে পিছিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। আজ দ্বিতীয় টি-টোয়েন্টি। এ ম্যাচে হারলে সিরিজ হাতছাড়া হবে। তাই জয় ছাড়া অন্য কোনও রাস্তা খোলা নেই ইংল্যান্ডের জন্য। প্রথম টি-টোয়েন্টিতে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড নৈপুন্যে ৫০ রানের জয় পায় ভারত।
শনিবার (৯ জুলাই) ইংল্যান্ডের এজবাস্টনে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে।
প্রথম টি-টোয়েন্টিতে ইংলিশদের হারিয়ে ক্রিকেট ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে টানা ১৩ ম্যাচে জয়ের রেকর্ড গড়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। এর আগে আর কোনো অধিনায়কই টানা এতো ম্যাচে জয়ের রেকর্ড গড়তে পারেননি।
রোহিত শর্মার এই যাত্রা শুরু হয় ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। এরপর তার নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে ম্যাচে জয় পেয়েছিল ভারত।
গত বৃহস্পতিবারের (৭ জুলাই) ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। হার্দিক পান্ডিয়ার ৫১, সূর্যকুমার যাদবের ৩৯ ও দীপক হুদার ৩৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৯৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত।
জবাবে ইংলিশরা ১৪৮ রানে গুটিয়ে যায়। দলটির হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন মঈন আলী। বল হাতে ইংলিশদের ৪ উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া। এ ম্যাচ দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হয় জস বাটলারের। আর প্রথম ম্যাচেই হারের তেতো স্বাদ নিতে হয় বাটলারকে।
শেষ টেস্ট খেলে বিশ্রামে থাকা বিরাট কোহলি. জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজারা এ ম্যাচে দলে সুযোগ পেতে পারেন। সে ক্ষেত্রে কারা বাদ যাবে সেটাই এখন দেখার বিষয়। তবে অধিনায়ক রোহিত শর্মা অবশ্য নিজের সেরা টিম কম্বিনেশন নিয়ে মাঠে নেমে এই সিরিজ নিজেদের দখলে করতে চাইবেন এতে কোনও সন্দেহ নেই।
অন্যদিকে টেস্ট ম্যাচে ভারতকে উড়িয়ে দেয়ার পর প্রথম টি-টোয়েন্টিতে মুখ থুবড়ে পড়ে ইংল্যান্ড। তাই নিজেদের ঘরের মাঠে সিরিজ হারের লজ্জা ঢাকতে ইংলিশরা নিজেদের সর্বশক্তি দিয়ে মাঠে নামতে চাইবে। দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশ অধিনায়ক বাটলার প্রথম ম্যাচে রান না পেলেও দ্বিতীয় ম্যাচে রানের জন্য মুখিয়ে থাকবেন এটা বলা চলে।
এছাড়াও মঈন আলী, লিয়াম লিভিংস্টোন আর স্যাম কুরানের মতো তারকারাও নিজেদের সামর্থ্যের জানান দিতে চেষ্টা করবেন এতে সন্দেহের কোনও অবকাশ নেই।
দ্বিতীয় টি-টোয়েন্টির আগে হেড টু হেডে দেখা যায় দু’দল এখন পর্যন্ত ২০টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে ১১টি ম্যাচ জিতেছে ভারতীয় দল। অন্যদিকে ইংল্যান্ডের জয় ৯টি ম্যাচ।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ
জেসন রয়, জোস বাটলার, ডেভিড মালান, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, স্যাম ক্যুরেন, ক্রিস জর্ডন, টায়মল মিলস, রিস টাপলি, ম্যাথু পার্কিসন।
ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা, বিরাট কোহলি, দীপক হুদা, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চহেল, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার।