1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন

এশিয়ার শীর্ষ ধনী নারী এখন সাবিত্রী জিন্দাল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২

এশিয়ার শীর্ষ ধনী নারীদের তালিকায় পরিবর্তন এসেছে। ইয়াং হুইয়ান আর এশিয়ার সবচেয়ে ধনী নারী নন। চীনে সংকটে পড়েছে প্রোপার্টি ডেভেলপাররা। এতে তার কোম্পানি কান্ট্রি গার্ডেন হোল্ডিংস কোম্পানিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্লুমবার্গের বিলিয়নিয়ারস ইনডেক্স অনুযায়ী, ইয়াংকে টপকে এশিয়ার শীর্ষ নারী ধনীর তালিকায় নাম লিখিয়েছেন ভারতের সাবিত্রী জিন্দাল। তিনি জিন্দাল গ্রুপের প্রতিষ্ঠাতা। তার বর্তমান সম্পত্তির পরিমাণ ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

চীনা টাইকুন ফ্যান হংওয়েই থেকেও নিচে নেমে গেছে ইয়াংয়ের সম্পদ, যার অর্থ রাসায়নিক-ফাইবার কোম্পানি হেংলি পেট্রোকেমিক্যাল কোম্পানি থেকে এসেছে।

এশিয়ার শীর্ষ ধনী নারী এখন সাবিত্রী জিন্দাল

প্রতিবেদনে বলা হয়, ইয়াংয়ের সম্পদে নাটকীয় পতন হয়েছে। ২০০৫ সালে তিনি তার বাবার রিয়েল স্টেটে কোম্পানির দায়িত্ব নেন। এরপর তিনি বিশ্বের কনিষ্ঠ বিলিয়নিয়ারের খেতাব পান। প্রথম পাঁচ বছর তিনি এশিয়ার সবচেয়ে ধনী নারী ছিলেন।

অন্যদিকে ৭২ বছর বয়সী জিন্দাল ভারতের সবচেয়ে ধনী নারী ও ১০তম ধনী নাগরিক। ২০০৫ সালে তার স্বামী ওপি জিন্দাল একটি ব্যবসায়িক সফরে যাওয়ার সময় হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান।

গত কয়েক বছরে জিন্দালের সম্পদ নাটকীয়ভাবে বেড়েছে ও কমেছে। করোনা মহামারির সময় তার সম্পদ কমে তিন দশমিক দুই বিলিয়ন ডলারে নেমে আসে, কিন্তু ২০২২ সালের এপ্রিলে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরে সম্পদ বেড়ে ১৫ দশমিক ৬ বিলিয়ন ডলারে উন্নীত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি