ভারতের কৃষি আইন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ও উদ্বেগ জানিয়ে আসছে। এবার কৃষি আইন নিয়ে ভারত সরকারের পাশে যুক্তরাষ্ট্র। তবে মধ্যপন্থায় ব্রিটেন।
বুধবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শান্তিপূর্ণ আন্দোলন উন্নত গণতন্ত্রের পরিচয়। তবে ভারত সরকার কৃষি আইন নিয়ে যে পদক্ষেপ নিয়েছে, তাতে দেশের বাজারই উপকৃত হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগের রাস্তাও তৈরি হবে ভারতে। এ বক্তব্যের মধ্যে দিয়ে জো বাইডেন প্রশাসন সরাসরি স্পষ্ট করে দিতে চেয়েছে ভারত সরকার কৃষিক্ষেত্রে যে সংস্কার এনেছে, তা কৃষকদের স্বার্থেই।
ব্রিটেন কিন্তু কৌশলে মধ্যপন্থা নীতি অবলম্বন করেছে। বিষয়টি নিয়ে তাদের পার্লামেন্টে একটা বিতর্ক সভার আয়োজন করতে চলেছে বরিস জনসন প্রশাসন। জনমতের উপর ভিত্তি করেই বিষয়টি নিয়ে তাদের অবস্থান ঠিক করবে বলে সে দেশের প্রশাসন সূত্রে জানা গেছে।
টানা দুই মাস ধরে দেশটির বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করে যাচ্ছে কৃষকরা। সম্প্রতি আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষে একজন নিহতও হয়। বহু বার কেন্দ্রিয় সরকারের সঙ্গে কৃষক নেতাদের বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি।