বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করছেন সাকিব আল হাসান।
শনিবার বিকেল ৩টার দিকে বিসিবি সভাপতি পাপনের গুলশানের আইবি ভবনে অবস্থিত বাসভবনে যান সাকিব। বৈঠকে বিসিবি সভাপতি ছাড়াও বোর্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত আছেন।
আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নিয়েই মূলত কথা হবে বৈঠকে। এছাড়া জুয়াড়ি প্রতিষ্ঠান বেটউইনারের সঙ্গে কেন চুক্তি করলেন তার ব্যাখ্যা দেবেন সাকিব।
এর আগে যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় দেশে ফিরেন সাকিব।
যদিও সাকিব এরই মধ্যে বেট উইনারের সঙ্গে চুক্তি বাতিল করেছেন জানিয়ে চিঠি পাঠিয়েছেন বিসিবি বরাবর। তাই এই মুহূর্তে আলোচ্য বিষয় এশিয়া কাপে বাংলাদেশ দলের অধিনায়ক।
নুরুল হাসান সোহান ও লিটন দাস চোটে পড়ায় বিসিবিবি’র সংক্ষিপ্ত অধিনায়কের তালিকায় রয়েছেন সাকিব এবং নেতৃত্ব থেকে ছাঁটাই হওয়া মাহমুদউল্লাহ রিয়াদ।
তবে শেষ পর্যন্ত কার কাঁধে উঠে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব সেটা জানানো এখন সময়ের ব্যাপার মাত্র।