1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন

বাঁচামরার ম্যাচে আজ শ্রীলংকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। টাইগাররা আজকের ম্যাচ হারলে শেষ হয়ে যবে এশিয়া কাপের স্বপ্ন। তাই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচটিকে নির্দ্বিধায় ‘অঘোষিত ফাইনাল’ বলা যায়।বাংলাদেশ সময় আজ রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এদিকে আফগানিস্তান ম্যাচের ধকল কাটাতেই বিশ্রামে বেশিরভাগ ক্রিকেটার। তবে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের মতে, যে দল চাপ সামলে নিতে পারবে, শেষ হাসি হাসবে তারাই।

তিনি বলেন, পেস বলে একজন ক্রিকেটার হিট করতে গিয়ে আউট হতেই পারে, এতে সমস্যা নেই; তবে বডি ল্যাংগুয়েজ এমন হলে তো আমাদের কষ্ট লাগে। আমি দলের প্রতিটি ক্রিকেটারের মানসিকতার পরিবর্তন দেখতে চাই। সবার কাছ থেকে বেটার কিছু আশা করছি।

টিম ডিরেক্টর বলেন, মাঠে খেলতে নেমে শুধু বাংলাদেশের ক্রিকেটাররাই ভয় পায় না, সব দেশের ক্রিকেটাররাই ভয় পায়। তবে আমাদের ক্রিকেটাররা তুলনামূলক ভয় বেশি পায় কিনা, সেই বিষয় তো আমার জানা সম্ভব না। এখন তাইলে ক্রিকেটারদের মনের ভেতর ঢুকতে হবে।

বাংলাদেশের মতো আফগানিস্তানের কাছে হেরে বিপর্যস্ত শ্রীলংকা। সবশেষ চার দ্বিপক্ষীয় সিরিজ হারা দলটির পরিস্থিতিও ভয়ঙ্কার। তবে পেসার পাথিরানার বোলিং অ্যাকশন আর লংকার অলরাউন্ড শক্তি প্রতিপক্ষকে ফেলতে পারে অস্বস্তিতে।

পরিসংখ্যানে অবশ্য শ্রীলংকার চেয়ে বেশ পিছিয়ে আছে বাংলাদেশ। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ৮ নম্বরে রয়েছে শ্রীলংকা, একধাপ পিছিয়ে বাংলাদেশ আছে নবম স্থানে।

আর এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সাফল্য নেই বললেই চলে, ১৩ বারের মোকাবিলায় এখন পর্যন্ত ১১ বারই জয় পেয়েছে শ্রীলংকা, মাত্র দুবার ম্যাচের ফল এসেছে বাংলাদেশের পক্ষে।

টি-টোয়েন্টিতে দুদলের ১২ দেখায় লংকানদের কাছে চার বার জিতেছে বাংলাদেশ। যদিও এশিয়া কাপের সুখস্মৃতি ২০১৬ সালে। টাইগারদের চাওয়া তারই পুনরাবৃত্তি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি