1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতা ও দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস নির্বাচিত হয়েছেন। সোমবার (৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।

খবরে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাককে বিপুল ব্যবধানে হারিয়েছেন লিজ ট্রাস। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ১ লাখ ৬০ হাজার সদস্য তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন। ৮১ হাজার ৩২৬টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন লিজ ট্রাস। তার প্রতিদ্বন্দ্বী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক পেয়েছেন ৬০ হাজার ৩৯৯টি ভোট।

নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৮২ দশমিক ৬ শতাংশ। এসব তথ্য নিশ্চিত করেছেন কনজারভেটিভ পার্টির নির্বাচন পরিচালনা কমিটির (১৯২২ কমিটি) চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডলি। তিনি নিজেই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সাধারণ নির্বাচনে জয়ী না হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া ষষ্ঠ ব্যক্তি লিজ ট্রাস। এডওয়ার্ড হিথের পর থেকে ১১ ব্রিটিশ প্রধানমন্ত্রীর মধ্যে তিনি তৃতীয় নারী যিনি ডাউনিং স্ট্রিটে প্রবেশ করছেন।

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে বরিস জনসনের সরকারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন ৪৭ বছর বয়সী লিজ ট্রাস। ২০১০ সালে ট্রাস প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন।

স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে বরিস জনসনের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করবেন লিজ ট্রাস।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি