টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন কোহলি। চলতি এশিয়া কাপেও এটি প্রথম সেঞ্চুরি। আজ আফগানিস্তানের বিপক্ষে ৫৩ বলে ১১ চার ও ৪ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন।
আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে সবশেষ তিনি সেঞ্চুরি করতে পেরেছিলেন ২০১৯ সালের নভেম্বরে, কলকাতায় বাংলাদেশের বিপক্ষে টেস্টে।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় দুই নম্বরে উঠে গেলেন কোহলি। পাশে বসলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের। দুজনেরই সেঞ্চুরি ৭১টি করে। ১০০ শতক নিয়ে চূড়ায় ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকার।