লতি সপ্তাহে ৪১ তম বিসিএসের ফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।
শনিবার দুপুরে ৪১ তম বিসিএসের ফল প্রকাশের বিষয়ে পিএসসি চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন, এই সপ্তাহেই ফল প্রকাশের জন্য সর্বাত্মক চেষ্টা করছি আমরা। তবে দিনক্ষণ বলা যাবে না। আশা করছি রবি থেকে বৃহস্পতিবারের মধ্যে আমরা ফল প্রকাশ করতে পারব।
তিনি বলেন, এটি এমন একটি সেনসিটিভ ইস্যু, যেটি ভুল রেখে প্রকাশ করা যাবে না। নির্ভুল ফল হাতে না আসা পর্যন্ত আমরা প্রকাশ করব না। অটোমেটেড ও ম্যানুয়ালি দুইভাবে পরীক্ষা করে আমাকে জানানো হয়েছে।
জানা গেছে, ৪১তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৩ লাখ ৪ হাজার ৯০৭ জন। পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ২৪ দশমিক ৬২ শতাংশ।