1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন

অর্থনৈতিক মন্দার শঙ্কায় কমল তেলের দাম

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার শঙ্কা এবং ইউএস ডলার শক্তিশালী হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ফিউচার মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের মূল্য ৪১ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে। প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৯০ দশমিক ০৫ ডলারে।

অন্যদিকে একই বাজারে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দরপতন হয়েছে ৩০ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ। ব্যারেলপ্রতি তা বিকিয়েছে ৮৩ দশমিক ১৯ ডলারে।

সম্প্রতি ইউক্রেনের অধিকৃত অঞ্চলে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে রাশিয়া। এতে দুই দেশের যুদ্ধ তরান্বিত হয়েছে। সেই সঙ্গে বহুল প্রত্যাশিত যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু চুক্তি নিয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যাচ্ছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক। ফলে ডলারের দাম বাড়ছে। সার্বিক পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের সরবরাহ সঙ্কট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে জ্বালানি পণ্যটির দর নিম্নমুখী হয়েছে।

সিএমসি বাজার বিশ্লেষক টিনা টেং বলেন, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক সুদহার বাড়িয়ে যাচ্ছে। ফলে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার শঙ্কা জিইয়ে থাকছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নতুন মোড় নিয়েছে। এতে বাজারে তেলের সরবরাহ সঙ্কট সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি পণ্যটির মজুত ব্যাপক হারে কমে গেছে। ১৯৮৪ সালের পর যা সর্বনিম্ন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি