1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

হাসপাতালে নাসিম শাহ, বিপাকে পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। এর ফলে আজ বুধবার ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে খেলতে পারবেন না তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে নাসিম শাহ ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষের সিরিজের পঞ্চম ম্যাচে তার খেলার কথা ছিল। কিন্তু ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরিভিত্তিতে হাসপাতালে ভর্তি করতে হয়।

এ বিষয়ে পিসিবি এক বার্তায় জানিয়েছে, ভাইরাল ইনফেকশনের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে সে ভালোবোধ করছে। ইংল্যান্ডের বিপক্ষের আজকের ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই। সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন কিনা সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, করাচি শহরে মশার উপদ্রব বেশি এবং মশাবাহিত রোগ বাড়ছে। সে কারণে হাসপাতালে নিয়ে তার ডেঙ্গু টেস্ট করা হয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেছিলেন নাসিম। এরপর পরবর্তী তিন ম্যাচে আর তাকে খেলানো হয়নি। জুলাইতে শাহীন আফ্রিদি ইনজুরিতে পড়ায় পাকিস্তানের পেস আক্রমণে নেতৃত্বে দিচ্ছিলেন নাসিম। অবশ্য পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে শাহীন ও নাসিম দুজনেই আছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি