এশিয়া কাপ মিশন শুরু হয়েছে টাইগ্রেসদের। উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয়েছে তারা। তবে শুরুতে সহায় হয়নি ভাগ্য। টসে হেরেছে বাংলাদেশ।
তাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ফিল্ডিং করতে হবে বাংলাদেশ দলকে। কিছুদিন আগেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়েও চ্যাম্পিয়ন হয় নিগার সুলতানা জ্যোতির দল। ওই আসরের সেমিফাইনালে থাইল্যান্ডকে পেয়েছিল বাংলাদেশ।
আবারও সেই থাইল্যান্ডের সামনেই জ্যোতিরা। তাদের বিপক্ষে এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ট্রফি ঘরে রাখার মিশন। এর আগে কখনো টি-টোয়েন্টিতে থাই মেয়েদের কাছে হারেনি বাংলাদেশ। ৫টি ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে টাইগ্রেসরা।
বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, ঋতু মনি, সোহেলী আক্তার, সুবহানা মোস্তারি, সানজিদা আক্তার মেঘলা, জাহানারা আলম।