1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

বাবরের ব্যাটে পাকিস্তানের জয়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ অক্টোবর, ২০২২

অধিনায়ক বাবর আজমের ব্যাটে ভর করে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডকে হারিয়েছে ৬ উইকেটে। আগে ব্যাট করে নিউজিল্যান্ডের করা ১৪৭ রান বাবরবাহিনী ১০ বল ও ৬ উইকেট হাতে রেখে ছুঁয়ে ফেলে। বাবর ৫৩ বলে ১১ চারে ৭৯ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১০ রানে অপরাজিত থাকেন হায়দার আলী।
এদিন আগে ব্যাট করা নিউজিল্যান্ডের কোনো ব্যাটসম্যানই বড় স্কোর গড়তে পারেনি। সর্বোচ্চ ৩৬ রান আসে ওপেনার ডেভন কনওয়ের ব্যাট থেকে। এ ছাড়াও মার্ক চ্যাপমান ১৬ বলে ৩২ এবং কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ৩১ রান।
লক্ষ্য তাড়ায় নেমে ইনফর্ম ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে দ্রুতই হারায় পাকিস্তান। ১২ বলে ৪ রান করেন রিজওয়ান। তিনে নামা শান মাসুদ রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নের পথ ধরেন। তবে এরপরই চারে নামা শাদাব খানকে নিয়ে ৫৩ রানের জুটি গড়ে ম্যাচ বের করে নেন বাবর।
শাদাব ৩৪ রান করে ফিরে যান। পাঁচে নামা মোহাম্মদ নওয়াজও ১৬ রানের বেশি করতে পারেননি। তবে একপ্রান্তে ৫৩ বলে ১১ চারে ৭৯ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন বাবর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি