1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন

অ্যাথলেটিকোর সঙ্গে স্থায়ী চুক্তি করলেন গ্রিজম্যান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

বার্সেলোনা থেকে এবার স্থায়ীভাবে অ্যাথলেটিকো মাদ্রিদে নাম লেখালেন ফরাসী তারকা আঁতোয়ান গ্রিজম্যান। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত ওয়ান্ডা মেট্রোপলিটানোতে থাকবেন গ্রিজম্যান। সোমবার নতুন চুক্তিতে স্বাক্ষর করার সময় এই ফরাসি স্ট্রাইকার বলেছেন, অ্যাথলেটিকোতে থাকার জন্য তিনি সম্ভাব্য সব কিছুই করেছেন।
ক্যাম্প ন্যুতে কঠিন সময় কাটানোর পর ২০২১ সালের আগস্টে ধারে আবারও মেট্রোপলিটানোতে ফিরে আসেন গ্রিজম্যান। ২০১৯ সালে অ্যাথলেটিকো থেকে ১২০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিও বার্তায় গ্রিজম্যান বলেছেন, ‘আমি দারুণ খুশি। কারণ, আমি এখানেই থাকতে চেয়েছি। অ্যাথলেটিকোতে কাটানো প্রতিটি মুহূর্ত আমি দারুণ উপভোগ করেছি। এখানে কোচ-সতীর্থদের সঙ্গে আমার দারুণ সময় কেটেছে। এখানে থাকার জন্য সম্ভাব্য সব কিছুই আমি করেছি। যখন আমি দেখলাম এখানে লম্বা সময় ধরে থাকার সুযোগ রয়েছে তখনই আমি ক্লাবের সঙ্গে এ বিষয়ে কথা বলি। আমি জানতাম তারা আমার কাছ থেকে কি চাচ্ছে। এ ব্যপারে খুব একটা চিন্তা করিনি। আমাকে যা করতে হবে তা নিয়ে ততটা ভাবিনি। একটি বিষয়ই কেবল আমার মাথায় ছিল, যেকোনো মূল্যে আমাকে এখানে থাকতে হবে।’
এদিকে স্প্যানিশ গণমাধ্যম সূত্রের দাবি চুক্তি স্থায়ীকরণে ৩১ বছর বয়সী গ্রিজম্যান বার্সেলোনায় যা আয় করতেন তার থেকে অ্যাথলেটিকোতে বেতন কম নিচ্ছেন।
গ্রিজম্যান আরও বলেন, ‘অ্যাথলেটিকোর কোচ ও সমর্থকদের আস্থা অর্জনে আমি সবকিছুই করেছি। সব কিছুর বিনিময়ে আমি এখানে থাকতে চেয়েছি। হয়তোবা অনেক ম্যাচে আমি গোলের সুযোগ নষ্ট করেছি, ঠিকমত পাস দিতে পারিনি, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত নিজের শতভাগ উজাড় করে খেলেছি। সমর্থকরা ইতোমধ্যেই মৌসুমী টিকিট কেটে ফেলেছে। তারা স্টেডিয়ামে এসে স্ট্যান্ড থেকে আমাদের শক্তি জোগায়। এটি আমার পক্ষ থেকে ভক্তদের প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।’
২০১৮ বিশ্বকাপ জয়ী এই তারকা গত মৌসুমে অ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমিওনের মূল ভরসা ছিলেন। কিন্তু এবারের মৌসুমের শুরু থেকেই বেশিরভাগ ম্যাচেই তাকে বদলি হিসেবে মাঠে নামিয়েছেন সিমিওনে। গ্রিজম্যানের মতো তারকাদের না খেলিয়ে অ্যাথলেটিকো কিছুটা হলেও বেতনের অর্থ সাশ্রয় করার চেষ্টা করেছে। বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে গ্রিজম্যান আরও বেশি করে ম্যাচ খেলার প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। গ্রিজম্যানকে নির্দিষ্ট সময়ের বেশি খেলালেই বার্সেলানাকে বাড়তি ৪০ মিলিয়ন ইউরো দিতে হতো।
অ্যাথলেটিকোর জার্সি গায়ে গ্রিজম্যান দুই মেয়াদে এ পর্যন্ত ৩০৩টি ম্যাচ খেলে ১৪৪ গোল করেছেন। বার্সেলোনার হয়ে ১০২ ম্যাচে করেছেন ৩৫ গোল। ২০২১ সালে বার্সেলোনার হয়ে জয় করেছেন কোপা ডেল রে। ২০১৮ সালেই তার বার্সেলোনায় যোগ দেবার কথা ছিল। কিন্তু আরও এক মৌসুমে তিনি এ্যাথলেটিকোতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। ক্লাব ফুটবলে তার সবচেয়ে বড় সাফল্য আসে অ্যাথলেটিকোতে। ২০১৮ সালে এই ক্লাবের হয়ে একসঙ্গে জিতেছেন ইউরোপা লিগ ও উয়েফা সুপার কাপের শিরোপা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি