চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান দাবি করেছেন, নানামুখী ষড়যন্ত্রের অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে তাঁকে বিব্রত করার জন্য জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকালীন খণ্ডিত, বিকৃত এবং অসত্য তথ্য সংবলিত সংবাদ কিছু মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে।
গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম মনোনয়নপত্র জমা দিতে এলে রিটার্নিং কর্মকর্তা ও ডিসি মমিনুর রহমান মোনাজাত ধরেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। এরপর মমিনুর রহমানকে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এ নিয়ে অবশ্য জেলা প্রশাসক মমিনুর রহমান বলেছেন, হঠাৎ মোনাজাত ধরায় তাঁর কিছু করার ছিল না।
সেদিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত থাকা একাধিক ব্যক্তি জানিয়েছেন, ওই দিন সকাল ১০টা থেকে সম্প্রীতি সমাবেশ, আসন্ন দুর্গাপূজার প্রস্তুতিমূলক বিশেষ সভা, বিভিন্ন দুর্ঘটনায় নিহত ও আহতদের চেক বিতরণের কর্মসূচি ছিল।
সম্প্রীতি সমাবেশের প্রস্তুতিমূলক সভা চলাকালীন জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারীরা একযোগে সম্মেলন কক্ষে ঢোকেন এবং হুড়োহুড়ি করে জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলকালীন ভিড়ের মধ্যে শ্রমিকলীগ নেতা সফর আলী আকস্মিকভাবে মোনাজাত ধরেন। বিক্ষিপ্তভাবে সম্মেলন কক্ষে উপস্থিত অনেকেই মোনাজাতে অংশ নেন।
মোনাজাতে দেশের উন্নয়ন অগ্রগতি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। জেলা পরিষদ নির্বাচন নিয়ে কোনো কিছু মোনাজাতে বলা হয়নি।
ওই ঘটন