নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের টিকা নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কেন্দ্রে করোনার টিকা নেন তিনি।
টিকা নেয়ার পরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আসলেই এটা একটা উৎসব, টিকা নিয়ে আমার ভালো লাগছে। কোনো রকমের সমস্যা ফেস করিনি। আধা ঘণ্টা পর্যবেক্ষণে ছিলাম। আমার কোনো অসুবিধা হয়নি।
তিনি আরো বলেন, আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকে যার যার এলাকা থেকে এই টিকা গ্রহণ করুন। এটা কোভিড থেকে সুরক্ষার একটা অত্যন্ত ফলপ্রসূ উপায়।
উল্লেখ্য, ২৭ জানুয়ারি দেশে করোনা ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে সবার আগে টিকা প্রয়োগ করা হয়। এরপর রােববার (০৭ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।