1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন

সিত্রাং প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে: প্রতিমন্ত্রী এনামুর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

সিত্রাং প্রবল ঘূর্ণিঝড় হিসেবে রূপ নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সিত্রাং সিডরের মতো ধ্বংসাত্মক হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, সিডর ছিল সুপার সাইক্লোন, সিভিয়ার সাইক্লোনের পর আরেকটি স্টেপ রয়েছে ভেরি সিভিয়ার সাইক্লোন। তারপর সুপার সাইক্লোন। বাতাসের গতিবেগ আশি থেকে ১০০ কিলোমিটার হলে সেটাকে সিভিয়ার সাইক্লোন বলা হয়। এটা ভেরি সিভিয়ার সাইক্লোন কিংবা সুপার সাইক্লোন হওয়ার মতো আপাতত কোনো সম্ভাবনা নেই। আবহাওয়াবিদদের মতে সিত্রাং মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে আঘাত হানবে।

তিনি বলেন, আম্পান ঝড়ে আমরা ২৪ লাখ ৭৬ হাজার লোককে আশ্রয়কেন্দ্রে নিয়েছিলাম। এবারে ১৫ জেলায় আমাদের লক্ষ্যমাত্রা ২৫ লাখ লোককে আশ্রয়কেন্দ্রে নেওয়ার। ইতোমধ্যে আমাদের মানবিক সহায়তা যা আছে তা পৌঁছে গেছে। আশ্রয়কেন্দ্রে আমরা তিন বেলা খাবার দেওয়ার নির্দেশনা দিয়েছি।

সিত্রাং বিষয়ে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা রয়েছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী এনামুর বলেন, ঘূর্ণিঝড়ের সফলতা হলো ঝুঁকিপূর্ণ লোকজনকে আশ্রয়কেন্দ্রে এনে তাদের জীবন রক্ষা করা। একটি লোকও যদি মৃত্যুবরণ না করে সেটাই হবে সবচেয়ে বড় সফলতা। এছাড়া গবাদি পশুগুলোকেও আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। সব আশ্রয়কেন্দ্রে গবাদি পশুর আশ্রয়ের ব্যবস্থাও রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি