রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ৭ মার্চ। অনলাইনে এ আবেদন চলবে ১৮ মার্চ পর্যন্ত।প্রতি ইউনিটে ৪৫ হাজার ভর্তিচ্ছু নেয়া হবে। চূড়ান্ত আবেদন ২৩ মার্চ শুরু হয়ে চলবে ৩১ মার্চ পর্যন্ত।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা-সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয় জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, অতীতে লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেয়া হলেও এ বছর শুধু বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছরে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস করেছেন শুধুমাত্র এমন শিক্ষার্থীরাই পরীক্ষায় অংশ নিতে পারবেন।
তিনি জানান, এবার ৮০টি এমসিকিউ প্রশ্নে ১০০ মার্কের প্রশ্ন করা হবে। ৫টি ভুলে ১ মার্ক কাটা যাবে। এছাড়া দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না।
তিনি বলেন, এবার ভর্তি পরীক্ষায় মোট আসন সংখ্যা ৪১৯১টি। তিনটি ইউনিটে পরীক্ষা হবে।তিনি আরও বলেন, প্রতি ইউনিটকে তিনটি আলাদা শিফটে ভাগ করে তিন সপ্তাহজুড়ে পরীক্ষা নেয়া হবে। সপ্তাহের যেকোনো একদিনে একটি ইউনিটের সব শিফটের পরীক্ষা হবে। তবে এখনও ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়নি।
এর আগে করোনাভাইরাস থাকলেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা নেবে বলে সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।